ফুটপাত দিয়ে হাঁটছে শিশু
শরীর এখনও উলঙ্গ
অনাবিল হাসি দুচোখে তার
যেন সে মুক্ত বিহঙ্গ।


পোশাক নিয়ে মাথাব্যথা নেই
যেন ফুটপাতের রাজা
সভ্য মানুষকে অবহেলায় দেখে
ওরা যেন তারই প্রজা।


ধুলোয় মাখা সারাটা শরীর
তবুও করে না লজ্জা
নিয়তি লিখেছে ফুটপাতে ওর
সাজানো সুখের সজ্জা!


বেদনার রঙ বোঝে না কিছুই
দুমুঠো পেলেই খুশি
বিশ্ব ভুবন হাতের মুঠোয়
সভ্য মানুষই দোষী?


সময়ের স্রোতে ছুটছে মানুষ
ফাঁকা ফুটপাত রাত
ঘুমিয়ে পড়েছে নাবালক রাজা
হয়তো জোটেনি ভাত!


    ****


রচনাকাল – ১৭/০৪/২০২১