পাখির ডানায় আশাবরী রাগ
   ভোরের প্রভাতি আলো
      ফুলের মিষ্টি সুবাস
         প্রকৃতি দুয়ার খোলো!


শরৎ মেঘে দুষ্টু হাসি
   উদাস পাখির গান
      নূপুর ধ্বনি হৃদয় মাতায়
          ছন্দে ভরায় প্রাণ!


বীজ বপনের সময় পেরিয়ে
   এসেছে ভাদর মাস
      গর্ভে এসেছে নবান্ন রোদ
          কৃষক কেবলই দাস!


সোনালী ফসল উঠবে এবার
   গর্বে ভরে বুক
      কঠোর শ্রমে কৃষক হাসে
         দুঃখ ভুলেই সুখ!


সারাটা বছর প্রতীক্ষা শেষে
   আসছে সুখের দিন
      পুজোর পরেই সোনার ফসলে
          শুধবে দুখের ঋণ!


           ****