নদী আমার বন্ধু ছিল
নদী একটি মেয়ে
কোথায় যেন হারিয়ে গেল
আমায় দুঃখ দিয়ে!


হাসতো সেতো নদীর মত
হৃদয় ছুঁয়ে কথা
শাশ্বত সুখ হারিয়ে গেছে
দিয়েছে হৃদয়ে ব্যথা!


শরীর জুড়ে বারুদ ঠাসা
ওষ্ঠে মধুর হাসি
অবাক দাঁড়িয়ে শ্রাবণ মেঘ
বলছে এখন আসি!


অনন্ত ঢেউ নদীর বুকে
তবুও নদী বন্ধু
চোখের কাজলে স্বপ্ন লেখা
নদী হল মহাসিন্ধু!


গোধূলি আলোয় পেলাম খবর
পথ হারিয়েছে নদী
স্মৃতির পাতায় সোনালী দিন
আবার আসে যদি!


     ****