নক্ষত্রের পাশে শুয়ে ছিলাম সারারাত
খোলা আকাশ, এতো শান্তি কখনও পাই নি
রাতের আকাশে এতো রোশনাই আছে জানতাম না।


আঁধারের বুক চিরে বেরিয়ে আসছে আলোর রংমশাল
হৃদয়ের উৎসারিত আলোয় মহাকাব্য হয়
চোখের জলে ভিজে ওঠে হৃদয় কানন।


জ্যোৎস্না আলোর সাথে মিশে যাচ্ছে ভালোবাসার উপকূল
উত্তাল হয়ে উঠছে যৌবনের নদী  -
দিগন্তের সীমানা ছুঁয়ে মাটির সোঁদা গন্ধ ভেসে আসে।


নক্ষত্রের আলো চোখের জল মুছিয়ে দেয়
ভালোবাসায় কান্না থাকতে পারে
সোহাগ স্পর্শে সব অভিমান গলে জল হয়ে যায়।


হৃদয় চিরে সবকিছু দেখানো যায় না
ভালোবাসার উত্তাল সমুদ্রে অবগাহন করতে চায় সব্বাই
নীল সমুদ্রের ঢেউয়ের সাথে সঙ্গম করতে ক'জন পারে!


            *******


৬ মে ২০২৩