সব কুঁড়িতে কী ফুল হয়
সব ফুলই ফল হতে পারে না
সব নারী মা হতে পারে না
সব পুরুষ কী বাবা হতে পারে?


কতো স্বপ্ন হারিয়ে যায় জীবনের বালুকাবেলায়
প্রতিদিন হৃদয় খুঁড়ে ভালোবাসার গভীরতা মাপা যায় না
নারী পুরুষ উভয়েই বড় ভালোবাসার কাঙাল।


নষ্ট সময় থমকে দাঁড়ায় বার বার -
পিছনে তাকিয়ে দেখো ভালোবাসাহীন রুক্ষ পৃথিবী
সুন্দর পৃথিবীর খোঁজে মানুষ বিষাদে আচ্ছন্ন হয়ে যায়।


নারী বসন্তের রূপ -
প্রকৃতির ওষ্ঠে চৈত্র বাতাসের সুগন্ধ
ভালোবাসা জলপ্রপাতের মতো চঞ্চল
ফুল ঝরে যায়, তবুও বন্ধন থেকে মুক্তি চায় না ভালোবাসা।


             *******


২৪ মার্চ ২০২৩