কুমারী মন খাঁচায় করেছ বন্দী
দেবো না ছুঁতে যতই আঁটো ফন্দি
হৃদয় সিন্দুকে দিয়েছি একটা তালা
সাহস থাকলে খোল, নইলে পালা।


গলার উপর পা'টি দেবো তুলে
চোদ্দ পুরুষের নামটি যাবি ভুলে
কালের চাকা ঘুরছে যে বনবন
নারীর হাতে অস্ত্র করে ঝনঝন।


অসুর নিধন হয়েছে নারীর হাতে
নারীরাই দেবে দু'মুঠো অন্ন পাতে
ওষ্ঠের আগুনে নষ্ট পুরুষ পোড়ে
নারী জাতি মরবে না কোনো ঝড়ে।


নারী হল জায়া কন্যা জননী
তোমরা ভাবো নারী অবলা রমণী
সোহাগ যেমন দিতেই পারে নারী
দৃষ্টির আগুনে পুড়ে যাবে ঘরবাড়ি।


নারীই দেবী একথাও মানেন বিধাতা
কাপুরুষ ভাবে নারীদের নেই একতা
নারী শক্তিতে পুরুষের হবে ক্ষয়
তবুও পুরুষ দেখায় অহং, ভয়!


         ******


রচনাকাল  -  ২৬/০২/২০২২