নদীর বুকে শুয়ে আছে নারী
ভাঙা সংসার আরো ভেঙে যায়
একঝাঁক উদাস প্রজাপতি প্রকৃতির বুকে খেলা করে।


বেঁচে থাকার জন্যে নারীরা সর্বস্ব ত্যাগ করে
বালিহাঁস সাঁতার কাটছে জীবনের বারান্দায়
চোখের কাজলে কান্না মিশে গেছে নীরবে।


বহু ঝড় সামলে নিয়ে নারী হয়েছে মহীয়সী
নারী নদী হতে পারে  -
গ্রীষ্মের দাবদাহে পুড়ে যায় নারী
তবুও সংসার ভালোবাসে সব্বাইকে বুকে জড়িয়ে ধরে।


সভ্যতার হাত ধরে হেঁটে চলেছে নারী
বুকে দুঃখের পাথর জমে আছে
তবুও হাসে, অনাবিল হাসি ...
অনিবার্য সত্য, জীবনের বন্দরে তৈরি হয় অলিখিত ইতিহাস।


             *******


০৫ মে ২০২৩