নেশায় ডুবে যাচ্ছে মানুষ
কাটেনা নেশার ঘোর
জীবন রঙিন খুশির তুফান
কোথায় নতুন ভোর!

টাকা ওড়াও ফুর্তি করো
নেশায় শরীর ঢলে
হোটেল বারে সারা রাত্তির
রঙিন পানিও গেলে!

গরীব মানুষ পায়না খেতে
কষ্টে ফাটে বুক
দুমুঠো ভাত জোটেনা দুবেলা
করবে নেশায় সুখ!

নিয়ন আলো ঝিমিয়ে পড়ে
তোমরা ফেরো ঘর
টলছে পা তবুও চেঁচাও
খুলবে কখন দ্বার!

সভ্য মানুষ নেশা করে
গরীব করলে দোষ
সুখ কিনতে টাকা ওড়াও
জীবন করো শেষ!

   ****