আমার লেখার কোন পাণ্ডুলিপি নেই -
যা কিছু আমার নিজস্ব সবই ঐ যন্ত্রটার মধ্যে
নষ্ট কাগজে লিখি আমার অন্তরের অঙ্গীকারের কথা
কম্পউটারে ছড়িয়ে দিই পাণ্ডুলিপির ইতিহাস -
তারপর ছিঁড়ে ফেলি নষ্ট কাগজে লেখা আত্মকথা!


ডাইরির পাতা আজও একলা উপবাসে বসে
একটাও শব্দ নেই শূন্য ডাইরির পাতায় ...
অলসতা ক্রমশ গ্রাস করে আমার হাত
যদি কোনদিন হারিয়ে যাই নষ্ট সময়ের হাত ধরে
আমায় হয়তো কেউ জানবে না চিনবেও না!


কপর্দকহীন এক অপদার্থ অর্ধমৃত মানুষ –
বই ছাপাতে পারিনা পয়সার অভাবে
শরতের পেঁজাতুলো মেঘের মত হারিয়ে যাবে আমার বর্ণমালা
একদিনের জন্যে হলেও নতুন কাগজে লিখিনি কবিতা
নষ্ট কাগজের মত পাণ্ডুলিপিগুলো হারিয়ে যাবে বিস্মৃতির অতলে!


         ******