অনলাইনে চলছে এখন পড়াশোনার পাঠ
মোবাইল হাতে আড্ডা মারে ঘুমিয়ে খেলার মাঠ।

খাতা কলম কিংবা বই সবই হয়েছে ব্রাত্য
লেখাপড়া উঠলো লাটে এটাই চির সত্য।

বসে বসে মাইনে পায় স্কুলের মাস্টার মশাই
রুটি রুজি বন্ধ হলে অভিভাবক হয় জবাই।

ভর্তি ফি দিতেই হবে বন্ধ থাকলেও স্কুল
কোথা থেকে আসবে টাকা জানেনা ছাত্রকুল।

রেশনে দিচ্ছে চাল আটা ওতে কী চলে দিন
শিক্ষিত বেকার ঘরে বসে বাড়ছে শুধুই ঋণ!

বাড়ছে ক্রমে রোগের বহর জীবন শুকিয়ে যায়
নষ্ট জীবন রুগ্ন খাতায় কবিতা গিলে খায়।

            ******

রচনাকাল - ০৮/০১/২০২২