হাওয়ার বুকে লেগেছে কাঁপন
সূর্যের তেজ মরা
পাখির ডানায় খুশির ঝিলিক
শিশুরা কাটছে ছড়া।


শিশির ভেজা সবুজ ঘাসে
লুটায় ভোরের আলো
হিমেল বাতাস করতালি দেয়
সবাই থাকুক ভালো।


জ্যোৎস্না আলো বালুচর জুড়ে
খুশিতে করে খেলা
টগর গোলাপ জুঁই চামেলি
হাওয়ায় দিচ্ছে দোলা।


মেঠো পথে উদাস বাউল
গাইছে জীবনের গান
ভোর পাখিরা করে কলতান
শীতও প্রকৃতির দান।


বছর শেষের এই কটাদিন
দুঃখ ভুলতে চায়
নতুন প্রভাতে হাসুক সব্বাই
সুখকে কাছে পায়।


   ****


রচনাকাল – ১৫/১২/২০২০