পায়ের তলার মাটি যাচ্ছে সরে
মানুষগুলো উঠছে কোন ভোরে
সরষে ক্ষেতের হলুদ বরণ রঙ
সভ্য মানুষ সাজছে যেন সঙ।


মাঠের পাশে আস্ত নদী শুয়ে
স্রোতের টানে সবই গেছে ধুয়ে
প্রশ্ন করো, দেবে না কেউ উত্তর
ঘূণ ধরবে হৃদয়ে অতি সত্তর।


বাঁচার রাস্তা হবেই এবার বন্ধ
দুচোখ থেকেও জেনো তোমরা অন্ধ
বুকের পাঁজরে জমেছে নীল রক্ত
তবুও সবাই মনটা করবো শক্ত।


ভাঙা গড়ার খেলাই হল জীবন
নতজানু হয়ে ঈশ্বরকে করবো স্মরণ
ঠোঁটের কোণে মিথ্যে হাসির ছল
চাতুরি করে আসবে কেমনে বল!


         *****


২৫ নভেম্বর ২০২২