ধানের বুকে এসেছে দুধ -
নবান্ন উৎসবে মাতোয়ারা হবে সব ধর্মের মানুষ
মাটির গভীর থেকে উঠছে অন্য স্বাদের গন্ধ।


হাওয়ায় দুলছে সোনালী ধানের বৈভব -
মায়ের আঁচল ছায়ার মতো পল্লী বাংলার রূপ
যেদিকে তাকাই শুধুই কলরব করছে গর্ভবতী ধান গাছগুলো।


দীপাবলির আলোক মালার উৎসবে মেতে উঠবে মানুষ
ফসলের মাঠ থেকে ভেসে আসছে সুখের রোদ্দুর
জমির আলপথ দিয়ে হেঁটে চলেছে অসংখ্য বিবর্ণ মানুষ।


দিগন্ত বিস্তৃত নীল উপনদী জুড়ে স্বপ্নের হাতছানি
সব কিছু উপেক্ষা করে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে
নবান্ন উৎসব শুধুই সময়ের অপেক্ষা ...


জোনাকির ডানায় আজও খেলা করে হেমন্তের কাব্য
সোনালী ফসলের গান গাইছে পেটকাটি চাঁদিয়াল  
নীল উপনদীতে আজও লুকিয়ে আছে স্বপ্নের সোনা ঝরা দিন।


             *******


রচনাকাল  - ১৯|১০|২০২২