বাগানের ফুল শুকিয়ে গেছে
জ্যৈষ্ঠ প্রখর তাপে
বৃষ্টি এলেই হাসবে আবার
শরীর পুড়ছে পাপে।


প্রকৃতির বুকে ঝরছে আগুন
কোথায় বৃষ্টি গান
ঘাসগুলো সব শুকিয়ে বলে
দাও বৃষ্টি, করি পান।


রাখাল ছেলে চরায় গরু
শুকনো জমির বুকে
বৃষ্টি না হলে সব প্রজাতি
থাকবে কেমনে সুখে!


সবুজ প্রকৃতি মরা কঙ্কাল
মানুষ জ্যান্ত লাশ
এমনি কষ্টে যায় কী বাঁচা
গলায় মরণ ফাঁস।


পাখির ডানায় হতাশার মেঘ
সুখটা খোঁজাই মিছে
মানুষ মানুষের বিভেদ চিরকাল
নীল আকাশের নীচে।


       *******

২৯ মে ২০২৩