নীল মুখ
*********


মোমবাতি পুড়ছে, মানুষও
মুখোমুখি দাঁড়িয়ে বর্তমান ভবিষ্যৎ ...
শরীরে পোশাক নেই মোমবাতির মতো
গাছের পাতা দিয়ে লজ্জা ঢাকার বৃথা চেষ্টা।


এখন অল্প পোশাকে মানুষ অভ্যস্ত -
শরীরের বর্ণমালা জলাশয়ের মতো
বয়স বাড়ছে মানুষের প্রতিদিনই ...
মোমবাতির গলনের মতো ধিকিধিকি জ্বলছে চিতা।


সুখ নেই, শান্তি নেই ...
শানিত তরোয়ালের উপর দাঁড়িয়ে আছে সভ্যতা
নীল মুখগুলো কালো হচ্ছে ক্রমেই
মোমবাতি পুড়ছে, মানুষও ...


          *******


রচনাকাল  - ২৩|০৪|২০২০



*************
      কুমারী নদী
************


মাটির সোঁদা গন্ধ কুমারীর উর্বর বুকে
গহীন জঙ্গলে হারিয়ে যায় বোকা রাত
ঠোঁটের কারুকার্য শেখেনি অবুঝ কুমারী
যুবতীরা কুমারী নদীর মতোই পবিত্র।


চুম্বনের স্বাদ জানে না অবলা নারী
ছাতিফাটা মাঠে খুঁড়ে খুঁড়ে পাবে না একফোঁটা জল
অথচ কুমারী শরীরে এক পৃথিবী মহাসাগর
তল পাবে না এতটুকুও ...


কনকচাঁপার সুবাসে মাতোয়ারা উপোসী ঠোঁট
দংশন কাকে বলে জানে না কুমারী নদী
ফল্গু ধারায় বয়ে চলে স্রোত অবিরত ...


কুমারী নদীতে বাণ ডেকেছে -
রাত বাড়ছে, স্রোতের গভীরতাও ...


            *********


রচনাকাল  - ২৩|০৪|২০২০