ফাগুন মাসের আকাশ মেঘে ঢেকে আছে
বৃষ্টি শুরু হয়েছে, কোথায়ও আবার শিলাবৃষ্টি
আমের মুকুল জ্বলে পুড়ে যাবে রোদ্দুর ওঠার সাথে সাথেই।


আকাশের মুখ ভার, পশ্চিমী ঝঞ্ঝার কারণে অকাল বর্ষণ
রঙচটা দেওয়ালের মতো মানুষের মুখগুলো বিবর্ণ
মেঘ সূর্যের লুকোচুরি খেলায় জিত হল মেঘেরই।


কৃষক থেকে সাধারণ মানুষ আজকের দিনে নাজেহাল
শুকনো মুখে ঘুরে বেড়ায় অভুক্ত শিশুর দল
কান্নাটা ওদের যেন জন্মগত অধিকার।


ভিজে মাটি থেকে একটি অলীক গন্ধ ভেসে আসে
সেই গন্ধটা কেউ চেনে না, কেউ জানেও না
শুধু জানে নীল রোদ্দুরটা উঠলেই সব্বার দুঃখ দূর হবে।


             *******


রচনাকাল  - ২৫/০২/২০২২