সহজে কী ভুলে যাওয়া যায় অতীত -
অতল গহ্বরে হারিয়ে গেছে নীল জ্যোৎস্নার আলো
পথ ও প্রাসাদের যেমন ফারাক তেমনি অন্ধকারে ভরা জীবন।


সাঁঝ বিকালের আলোর মতোই বেওয়ারিশ কাব্য কথন
ধীরে ধীরে নিভে গেছে উৎসবের আলোক মালা
দলিত মানুষের মতো অবহেলিত উচ্ছিষ্ট অতীত।


ঘন কুয়াশার মধ্যে হেঁটে চলেছি আজীবন
চিরহরিৎ অরণ্যের সন্ধান আজও পেলাম না
জলাশয়ের স্বচ্ছ জলে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠেছি।


নীল জ্যোৎস্নার আলোয় সাঁতার কাটতে চেয়েছি
পারি নি আজও, অধরা থেকে গেছে হৃদয়ের গোপন ভাষা
পাখির ডানায় হেমন্তের মরা রোদ্দুর খেলা করে যায় নিঃশব্দে।


কুয়াশা ভেঙে ভেঙে নামছে সাদা সাদা বরফ
বরফে ঢেকে যাচ্ছে সারা শরীর  -
এক জনমে এতো শান্তি, এতো নীল আলো জীবনে দেখি নি।


            *****


০৭|১১|২০২২