আর কতকাল চলবে এমন
উপোসে কাটছে রাত
নিঃঝুম রাতে শিশুরা কাঁদে
দু'মুঠো জোটে না ভাত।


চাঁদের আলোয় আছে শুয়ে
অভুক্ত শিশুর দল
ঠিকানা হারিয়ে শৈশব খোঁজে
নেই দু'চোখে ছল।


আকাশ থেকে নামছে কুয়াশা
চারিদিকে সাদা চাদর
ওদের জড়িয়ে ধরবে কেবা
কে করবে ওদের আদর।


নীচু তলার মানুষ যারা
পায় না মোটেও সুখ
দুঃখ ওদের ছাড়ে না পিছু
সারাটা জীবন দুখ।


কুয়াশা কেটে যাবেই দেখো
ফুটবে মুখে হাসি
মরণের ভয় পায় না ওরা
খুশিতে বাজায় বাঁশি।


       ******


২৪ জানুয়ারী ২০২৩