নিজের জগতে একাই থাকি
কবিতা হয়েছে সঙ্গী
দুঃখ কষ্ট দেয় ভুলিয়ে
হৃদয়টা হয় না জঙ্গি।


বিকেলের রোদ যাচ্ছে নিভে
এসেছে শরৎকাল
শারদ প্রভাতে আগমনী গান
যেন এক মায়াজাল।


নিজের জগতে প্রবেশ নিষেধ
স্বাধীন ভাবেই চলি
কারুর গোলাম চাই না হতে
হৃদয়ের কথা বলি।


আকাশ জুড়ে শরতের মেঘ
সুখটা হয়েছে বন্দী
অসৎ মানুষ চাই না ভালো
সদাই আঁটে ফন্দি।


স্বাধীন সত্তা থাকুক বেঁচে
সুখ যায় না কেনা
নিজের জগতে নিজেই থাকো
রাখবে না কোনো দেনা।


     ******


১৯ আগস্ট ২০২৩