নীল আলো সহ্য হয় না
ঘন কুয়াশা ঢেকে গেছে জীবনের গল্প
অমাবস্যার অন্ধকারে জোয়ারের স্রোতে ভেসে চলেছি।


গন্তব্য কোথায় জানা নেই
সোনালী চাঁদটা ক্রমশ কালো হয়ে যাচ্ছে
প্রকৃতির বুকে লিখে দিচ্ছে অশনি সংকেতের ছায়া।


মেঘ নেই আকাশের কোথাও
তবুও মনের কোণে জমে আছে অলীক মেঘ
অসংখ্য মানুষ শুয়ে আছে নীল আকাশের নীচে।


বিষাদ মনটা কখনোই আর ঠিক করতে পারছি কই
হারিয়ে যাচ্ছে সুখের রোদ্দুরে ভেসে যাওয়া স্বপ্নের সোনা ঝরা দিন
নীল আকাশের নীচে লক্ষ কোটি মানুষ ভীষণ রকম অসহায় দিশাহীন।


             *******


রচনাকাল - ০৫/০১/২০২২