শূণ্য জীবন স্বপন দেখে
নতুন করে বাঁচা
স্বপ্নের রঙ নীলিমায় নীল
শুকিয়ে হৃদয় খাঁচা।


রোজ দু'বেলা সুখের খোঁজে
হতাশায় ডুবে থাকি
অধরা সুখ বলছে হেসে
দিও না জীবনে ফাঁকি!


সুখ দুঃখের কাব্য ভুলে
বাঁচার উপায় খুঁজি
লড়াইটা যে চালিয়ে যাবো
নেই সম্বল পুঁজি।


সরষে ক্ষেতের হলুদ ফুলে
গুনগুন কর ভ্রমর
সুখ চাইলেই যায় না পাওয়া
দিয়েছে ভেঙে কোমর।


হাসি কান্নায় একটি জীবন
অথৈ জলে ভাসে
সুখের অলিন্দে ধরেছে ঘুণ
তবুও সব্বাই হাসে।


       ******


রচনাকাল - ২১/০১/২০২২