অনেকটা সময় হাত থেকে বেরিয়ে গেছে
এবার একটু ঘুরে দাঁড়াতেই হবে
নইলে সব ভেসে যাবে, আমি ও পরিবার, সবই।


দু’হাত পেতে অনেক তো ভিক্ষা নিয়েছি
শরীরটাকে শুধু নিলাম করতে বাকী –
না না, লজ্জা করলে পেটে যে দুমুঠো জুটবে না।


অসহায় চোখগুলো তাকিয়ে থাকে ক্ষুধার্ত ভঙ্গিতে
পারি না, বিশ্বাস করুন সহ্য করতে পারি না -
পরিবারের মাথা যে আমি সেটা কখনই ভুলতে পারি না।


পূর্ণিমার চাঁদ ক্ষয়ে ক্ষয়ে অমানিশি আসে
তবুও অভাবের হাত থেকে মুক্তি নেই
রাত্তিরে ঘুমোতে পারি না, যন্ত্রণায় ছটফট করি।


এবার একটু ঘুরে দাঁড়াতেই হবে –
পুবের সূর্যটা ক্রমশ পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে
দারিদ্র্রের লড়াই থেকে বাঁচতেই হবে, অন্তত একবার ...


       ******


রচনাকাল – ০৭/১০/২০২০