নিম্নচাপ, গভীর  নিম্নচাপ -
সারা দিন বৃষ্টি, কখনো বাড়ছে কখনো বা কমছে
দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি।


হাসছে মাটি, হাসছে কৃষক -
সবুজ বনানীও বৃষ্টির মৌতাত নিচ্ছে
অবশেষে নিম্নচাপও মানুষের মুখে হাসি এনেছে।


কৃষকের শুকিয়ে যাওয়া মুখে হাসির রেখা  দেখা দিয়েছে
কৃষিকাজেই সাধারণ মানুষের জীবন জীবিকা
দুমুঠো অন্নের জন্যে কৃষকরা ভিজতে ভিজতেও কাজ করে।


পরিশ্রমের মূল্য অর্থহীন হয় না
সব কষ্ট মানুষ ভুলে যায় যখন সোনার ফসল ঘরে আসে
ঘরে যদি অন্ন থাকে অভাব চোখ রাঙানি থেকে মুক্তি।


নিম্নচাপ বেশির ভাগ সময়ে দুঃখই ডেকে আনে
কিন্তু এই নিম্নচাপ মানুষের মুখে হাসি এনেছে
শ্রাবণেও দুঃসহ গরমে হাঁসফাঁস করেছে মানুষ।


             *******


রচনাকাল  - ১০|০৮|২০২২