মনোরম পরিবেশে হাজির পীযূষ কবির আহ্বানে  
সেখানে গ্রাম্য জীবনের একফালি অনুপম শোভায় মোহিত হলাম
গাছ গাছালির ফাঁক দিয়ে যেন শৈশবকে ফিরে দেখা!  


নীরব দুপুরটাও কেটে গেল হৈ হৈ করে
আস্তিনে লুকোনো গোপন বর্ণমালাগুলো বেরিয়ে এলো
সুরেলা কণ্ঠের মায়াময় যাদু ভঙ্গিমায় ...


প্রতিভার বিচ্ছুরণে হৃদয়ের বন্ধ দুয়ারও গেল খুলে
বসন্তের প্রাদুর্ভাব আর কোকিলের কুহু কুহু রবে
জেগে উঠছে সবুজ প্রান্তরের উন্মাদনা ...


মধ্য বিকেল গড়িয়ে যায় রক্তিম আভায়
সবুজ বনানীর বুক চিরে ছুটে যাচ্ছে ট্রেন
ধীরে ধীরে দিগন্তের বুকে মিলিয়ে যায় সবই!


তবুও হৃদয় মাঝে অনেক কবিমুখ বেঁচে থাকে
হাসিখুশি প্রাণোচ্ছল যেন নব যৌবনের দূত সব্বাই
যুগ যুগ বেঁচে থাকুক মাসিক বাংলা কবিতার আসর!


             *******