দু'টাকা রেশনের চালের গন্ধ
বাসমতী গন্ধের মত লাগে না ঠিকই
তবুও আমরা গোগ্রাসে দু’মুঠো খাই
কারণ গরীব মানুষের কাঁকর বাছার সময় নেই!


কাঁকর থাকলেও গিলে ফেলি নিমেষেই
গরম আলু সেদ্ধ ভাতের গন্ধই আলাদা
জীবনের রঙ ফিকে হয়ে গেছে
অনেকটা রঙচটা শাড়ির মত!


উড়ন্ত পাখিদের ডানা ঝাপটানোর শব্দে
জেগে ওঠে গভীর রাত্তিরের মরা চাঁদ
ছেঁড়া বিছানায় শুয়ে গরীব স্বপ্ন দেখে -
দুঃখের দিনলিপিতে যদি আসে ধনদৌলতের সুবাস!


বুকের ভেতর হাহাকার করে ঋণের বোঝা
দু'টাকা কিলো চাল খেয়ে বেঁচে নীরব পৃথিবী
রোদ্দুরের আলো ঢোকে না বস্তির ভেতর
আমরা গরীব, বেঁচে থাকার দায়ও আমাদের!


         *******