নিঃশব্দ জলপ্রপাতে জমছে পাথর -
জলের বদলে নামছে শক্ত পাথরের ভাঙা সংসার  
জলপ্রপাতের অভিমানে বিপ্লবের গন্ধ পাচ্ছে মানুষ।


দুঃখের চোরা স্রোত মানুষের নিঃশ্বাসে ঢুকে যাচ্ছে
জলপ্রপাতের তুমুল শব্দ থমকে গেছে দুঃসময়ের আঁধার গলিতে
বৃষ্টিতে হাবুডুবু খাবার দিন ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে।


শ্রাবণের কালো মেঘে ঢেকে গেছে জীবনের রঙিন কাব্য
পাণ্ডুলিপির ছেঁড়া পাতাগুলো বিবর্ণতায় ভরে ওঠে
ঈগল পাখির ঠোঁট থেকে মুছে যাচ্ছে দুঃস্বপ্নের বিকেল।


কৃষকের হাতে লেগে আছে মরা জলপ্রপাতের গন্ধ
বৃষ্টি হীনতায় ভুগছে গোধূলি মাঠ  -
শ্রাবণের ধূসর মেঘের মধ্যে কান্নার উপকথা তোলা থাক।


          ******


৭ আগস্ট ২০২৩