জোনাকিরা অন্ধকারে হাঁটু মুড়ে কাঁদছে
অভিমান কেন?
মানুষ কেবলই রাগ অভিমান করে।


জ্যোৎস্নার আলো খেলা করে জোনাকির অভিমানে
হৃদপিন্ডের আলোটুকু জ্বলছে নিভছে ...


হৃদয় অন্তরে মানুষ বড় একা
সঙ্গী বলতে নিঃসঙ্গতা  -


হাঁটু মুড়ে বসতে ভুলে গেছে মানুষ
মাথা নিচু করতে চায় না
অভিমান করতে জানে অলীক অভিমানে।


নিঃসঙ্গতা কুরে কুরে খায় মৃত জোছনায়
অন্ধকারের কাব্য কথা পাণ্ডুলিপির ছেঁড়া পাতায় লুকিয়ে থাকে।


         *******


৩ সেপ্টেম্বর ২০২৩