স্বপ্ন কুড়িয়ে মানুষ বাঁচে
কান্না কাব্য হয়
নিয়তির লিখন কে খণ্ডাবে
মানুষ পায় না ভয়।


তবুও মানুষ স্বপ্ন লেখে
শুকিয়ে যাক জল
চোখ মুছে আর কী লাভ বল
জীবন যে বিষফল!


পড়ন্ত বিকেল উন্মাদ হয়
চোখের নীচে কালি
থমকে দাঁড়ায় জলপ্রবাহ
মাটি নেই শুধু বালি।


মরুভূমির বালির উপর
শুধুই জ্যান্ত লাশ
স্বপ্ন ভঙ্গ হয় প্রতিদিন
গলায় মরণ ফাঁস।


ভোরের আলোয় কিচিরমিচির
পাখিদের কলতান
মানুষ কবে মনের সুখে
গাইবে প্রাণের গান।


       ******


রচনাকাল -
২ রা মে ২০২৪