নারী বৃষ্টি হতে পারে -
নারীর ভাঙন কেউ দেখতে পায় না
দশভুজা হয়ে ধ্বংস করতে পারে অসুরকুল
জননী হয়ে সৃষ্টি করে নবজাতক।


সামাজিক ভাঙন কেউ দেখেও দেখে না
নারীর অবক্ষয়ে পুরুষ করে উল্লাস  -
আজও নারীরা নির্যাতিত হয়।


ছন্দ ভেঙে নারীরা এগিয়ে আসছে সমাজের মূল স্রোতে
নারীরা বুঝে গেছে অন্ধকার কক্ষপথ থেকে বেরিয়ে আসতেই হবে
নইলে মুক্তি নেই, মুক্তির পথ বন্ধ।


অসুর দমন নারীরাই করে -
সভ্যতার আলো পড়ে হৃদয়ের মোহনায়
নারী যেমন মমতাময়ী, তেমনি অসভ্য পুরুষকে দমনও করতে পারে।


        *****


২০ মার্চ ২০২৩