নিম্নচাপের হাত ধরে নেমেছে বৃষ্টি
শরৎকাল, শিশির উধাও -
ভেসে যাচ্ছে শহরতলি
জলে ভাসছে নগর জীবন।
খাল পুকুর নদী নালা জলে টইটম্বুর
কাশফুল ভিজে জবুথবু -
টানা বৃষ্টিতে ডুবে গেছে সুখ
সূর্য যেন হারিয়ে গেছে আকাশ থেকে।
নিম্নচাপে বেহাল অবস্থা গ্রাম বাংলার
কখনও হালকা কখনও ভারী বৃষ্টি
ফসলের মাঠ ডুবতে বসেছে -
আজও মানুষ প্রকৃতির কাছে কতো অসহায়!
*******
রচনাকাল -
১৪ই সেপ্টেম্বর ২০২৪