তোমার শরীরের গোপন আস্তানায় অধিকার দাও
ছায়াপথ পেরিয়ে যায় অগণিত বেহিসেবি পুরুষ
নষ্ট রোদ্দুরে কথা কজন মনে রাখে বলতে পারো!


নানা অছিলায় ভেসে যায় ভালোবাসার মরমী ওম
দীঘল চুলের সুগন্ধি মাখা সৌরভ ভোলে কেউই
একটু স্পর্শের অধিকার পাওয়ার জন্যে ব্যাকুল সব্বাই।


মরা চাঁদের আলোয় টুকরো টুকরো অভিমান জমা হয় বুকের মাঝে
হৃদয়ের অলিন্দে উঁকি মেরে চলে যায় অচেনা আগন্তুক
তবুও হাসতে হয় ব্যালকনির রোদ্দুরের মত।


বৃষ্টি ভেজা রাত্তিরে নীরবে জেগে থাকে দুটি চোখ
ভালোবাসার খেলায় সবসময় মেতে উঠতে চায় না মন
তবুও খেলতে হয় ভালোবাসার মায়াবী নকল খেলা।


              *******


রচনাকাল - ১৫/০৭/২০২০