অচেনা কুয়াশার হাতে বন্দী জীবন
রঙচটা দলিলে অবক্ষয়ের নীরব যন্ত্রণা
ফসলের মাঠে থেকে ভেসে আসে শঙ্খচিলের ডাক।


মরা নদীর তীরে লক্ষ কোটি মরা ঝিনুক
তবুও সেই নদীতে জোয়ার আসে
অচেনা কুয়াশা থেকে একদিন মানুষও বেরিয়ে আসবে।


চোখের জলে মিশে আছে মরা নদীর জল
কখনো কখনো ভেসে যায় দুকূল -
ভেজা চোখের উপত্যকায় বেঁচে থাকে অদ্ভুত মানব সভ্যতা।


এক টুকরো অভিমান থেকে কাব্য হয়
বিস্তীর্ণ অন্ধকারে হারিয়ে যায় রংচটা শরীর
কান্নার শব্দে ভেঙে যাচ্ছে পদাতিক মানুষের ভবিষ্যৎ।


          ******


রচনাকাল -
২২ শে ফেব্রুয়ারী ২০২৪