অচেনা আকাশ অচেনা মেঘ
অচেনা সর্বনাশ
ঘুমের ঘোরে চমকে উঠি
জীবনটাই ইতিহাস।
হাতের মুঠোয় একটু মাটি
কপালে ঠেকিয়ে বলি
দু'মুঠো অন্ন দাও জুটিয়ে
সমান্তরাল চলি।
ফুঁসছে নদী ফুঁসছে ঝড়
অচেনা ভবিষ্যৎ
পায়ের তলায় ঢুকছে জল
জীবন কুপোকাত।
ঝড় বাদলে বর্ষা রাতে
কান্না সাগর হয়
কোথায় পাবো একটু আশ্রয়
হৃদয়টা নয়ছয়।
বর্ষাকালে বৃষ্টি হবেই
সোঁদা মাটির গন্ধ
ঈশান কোণে জমছে মেঘ
হাসি মুখ হবে বন্ধ!
******
রচনাকাল -
৭ই জুলাই ২০২৫