বাসি রুটি প্রতিদিন জোটে না  -
দু'বেলা দু'মুঠো ভাতের দেখা মিলবে কী করে
সরে সরে যাচ্ছে অকাল বসন্তের মায়াবী ছায়া।


চটকল বন্ধ, বন্ধ প্রায় সব শিল্প কারখানা
ধুঁকছে গরীবের রুজি রোজগার -
অশনি সংকেত দেখছে আমজনতা।


পচন ধরেছে হৃদয়ের উপত্যকায়
ফসিল জীবন প্রদীপের আলোয় আলোকিত হয়
নিরাপত্তা নেই, আছে শুধু একবুক অভিমান।


কুঁয়োর ব্যাঙের মতো বেঁচে থাকা
উচ্ছিষ্ট খাবার খেয়ে রামধনুর রঙ খোঁজার চেষ্টা করি
ভাঙা আয়নায় নিজেকে দেখি -
এতো কুৎসিত শরীর আগে কখনও দেখিনি।


         ******


২৪ ফেব্রুয়ারি ২০২৩