অলিখিত কান্না
*********


বাতাসের বুকে অলিখিত কান্না
পড়ছে নীরবে ঝরে
স্মৃতিহীন পথ অবাক তাকায়
জোনাকি ডাকছে জোরে।


আগ্রাসী নদী পথ হারিয়ে
জীবনের গান গায়
পিপাসায় মরে ক্লান্ত পথিক
বিধাতা নেয়নি দায়।


স্বপ্নের জালে দিয়েছে ধরা
তপ্ত চৈতালি রোদ
অজানা নদীতে নোঙর ফেলেছ
নেই কী কোনো বোধ!


চোখের কাজলে পুড়ছে শরীর
হৃদয়ে গভীর দাগ
জোছনা আলোয় বসন্ত এসেছে
ভুলবেই যতো রাগ।


শুন্য খাঁচায় বিরহের সুর
চোখেতে নীরব ভাষা
মন যমুনায় জল থৈ থৈ
হৃদয়ে গোপন আশা।


         ******


আকাশ মেঘে ঢাকা
************


ধুলোর মধ্যে লুকিয়ে আছে
হীরে মানিক মুক্তো
তবু কেন পড়েনা চোখে
লোভী মানুষ রিক্ত!


সবুজ বনানী দখিনা হাওয়া
চায়না স্বাধীন মানুষ
কাটছে গাছ গড়ছে বহুতল
চতুর মানুষ ফানুস!


দিব্যি ওরা গেছে ভুলে
কোথায় আসল সুখ
পাখির ডানায় বিবর্ণ রঙ
পাবেই আজীবন দুখ।


অহং দেখিয়ে সুখটা কেনো
আকাশ মেঘে ঢাকা
শাস্তি দেবেন স্বয়ং প্রভু
স্বপ্ন হবে ফাঁকা ।


গাছ লাগিয়ে প্রাণ বাঁচাও
আসুক সোনালী ভোর
মুক্ত বাতাসে খুশির আবেশে
হৃদয়ে দিওনা দোর।


    *******