মা সরস্বতী ওমা সরস্বতী
ঘুম আসে না রাতে
বিদ্যা তুমি দাও না মাগো
উঠি একটু জাতে।


সবাই বলে গরীব তোরা
ভিক্ষে করে খাস
সভ্য মানুষ, কষ্ট দিয়ে
কী সুখ তোরা পাস।


সব শিশুদের আছে অধিকার
খোলা স্কুলের দরজা
গরীবের বেলায় অন্য নিয়ম
দেখায় নানান তরজা।


পড়াশুনা করলে বুঝি
তোদের হবে ক্ষতি
শিক্ষিত হয়ে মানুষ হলে
হবে কী সুদ্ধ মতি?


মা সরস্বতী ওমা সরস্বতী
ওদের ফেরাও হুঁশ
গরীব শিশুরা শিক্ষিত হলে
পাবে না কোনো ঘুষ।


        ******


২৬ জানুয়ারী ২০২৩