অসুস্থ মেঘ লুকোচুরি খেলে
জাঁকিয়ে পড়েছে শীত
সোনালী ফসল মুখ ভার করে
কৃষকের হবে জিত!

শরীরের ঘাম শুকায় না যে
তবুও হাসি মুখ
কষ্ট করে ফসল ফলায়
পাবে কী একটু সুখ!

সারাটা বছর কষ্ট করে
তবুও ঋণের বোঝা
মহাজনের কু-নজর হল
কৃষকের বাড়ি খোঁজা!

আকাশে মেঘ বৃষ্টি হবে
কৃষকই শুধু ভাবে
অতীত ইতিহাস কাব্য লেখে
কীভাবে দু'মুঠো খাবে!

অসুস্থ মেঘ ঠিকানা খোঁজে
কৃষকই পায় ভয়
খেয়ালী প্রকৃতি বেখেয়াল হয়ে
কৃষকেরই হবে জয়।

          ******

রচনাকাল -
২০শে ডিসেম্বর ২০২৪