পদাতিক মানুষ পাঁঠার বলি চিরকাল -
হাঙরের খিদে নিয়ে জন্মায় অপুষ্টির শিশুরা
ঈশ্বর ফিরেও দেখে না ওদের দিকে
মানুষ তো নিজের ছাড়া কিচ্ছু বোঝে না।


প্রতিকূলতা কাটাতে কাটাতেই জীবনের অর্ধেকটা চলে যায়
পদাতিক জীবনে দুঃখের বোঝাটা বড্ড ভারী
শীত গ্রীষ্ম বারো মাসই লড়াইটা চালিয়ে যেতে হয়।


ঝলসে যাওয়া চাঁদের মত আলো আঁধারি জীবন
অমাবস্যার অন্ধকারে জোয়ারের জল জল কতোটা বাড়ে ঠাওর করা যায় না
তবুও ওরা স্বপ্ন বুনে চলে প্রতিদিনই ...


দু'চোখে শ্রাবণের ভরা জল -
সব্বার সামনে কান্না দেখানো নিষেধ
পূর্ণিমা চাঁদ ক্ষয়ে ক্ষয়ে অন্ধকার জীবনে প্রবেশ করে
পদাতিক মানুষ হামাগুড়ি দিতে দিতে আঁধারেই হারিয়ে যায়।
প্রজাপতির রঙিন ডানায় মত ডানা মেলতে পারে না কখনোও ...


            *******


রচনাকাল  - ২৬/১২/২০২১