লক্ষ মানুষ মিছিলে হাঁটে
পদচিহ্ন যায় রেখে
মিছিল মানুষ ক্লান্ত ভীষণ
দুঃখ কীভাবে ঢাকে?


চোখের জলে লিখলে তোমরা
মিছিলে হাঁটাই সার
প্রতিশ্রুতি দিয়েছিল যাঁরা
ভাঙলো সুখের দ্বার।


বৈশাখী মেঘে ঝড়ের খবর
ঈশান কোণে ভয়
এক চিলতে হাসির খোঁজে
রাত্তির জেগে রয়।


দুঃখ গুলো আছে চাপা
পদচিহ্নের খাঁজে
সুখ খোঁজাটা বৃথাই হল
লাগলো না কোনো কাজে।


মেহনতি মানুষ মেঘ সরিয়ে
দেখবে নতুন ভোর
আকাশ পাতাল ভাবছে সবাই
কাটে না তবুও ঘোর।


         ******


২৬ এপ্রিল ২০২৩