১১
    বৃদ্ধাশ্রম

বৃদ্ধাশ্রমে আছেন বৃদ্ধ বৃদ্ধা
‘অ-শিক্ষিত’ সন্তান করবে শ্রদ্ধা!

       ১২
    শিশু কন্যা  

শিশু কন্যা নয়তো বোঝা
ওদের গর্ভে আসবে রাজা।

       ১৩
   শিশু শ্রমিক

শিশু শ্রমিক কাজ করে খায়
আইন ফাঁকি – কাদের দায়!


        ১৪
   ঋণের বোঝা

কৃষক ফলায় সোনার ফসল
ঋণের বোঝায় ওঠেনা আসল।

       ১৫
   জন্ম ভিটে

বন্যা আসে বন্যা যায়
জন্ম ভিটে নদী গিলে খায়।

    *****