১)   ভাঙ্গা আয়না
    *********


ভাঙ্গা আয়না ভাঙা মন
লুকিয়ে রাখবে কতক্ষণ!


২)  চাওয়া পাওয়া
  *********


চাওয়া পাওয়ার নেই তো শেষ
মানব হৃদয়ে শুধুই দ্বেষ!


৩)  গোলকধাঁধা
    *******


কালো কাপড়ে দুচোখ বাঁধা
আইনের পথ গোলকধাঁধা!


৪)  ছিন্নমূল
   *******


ভালোবাসা হল ছিন্নমূল
দেশ ভাগ নাকি মস্ত ভুল!


৫)   ভাঙন
    *****


নদীর ভাঙন করছে গ্রাস
আবর্জনা ফেললেই নদী হবে ত্রাস।


৬)  মাটির টানে
    ********


মাটির টানে ঘরে ফেরা
মাটির সুবাসে হৃদয় ভরা।


৭)   লোভ
    *****


দিনে দিনে বাড়ছে লোভ
আম আদমি দেখায় ক্ষোভ।


৮)   শিক্ষা
    *****


শিশুরা করে আজও ভিক্ষা
সমাজের কেন হয় না শিক্ষা!


৯)  পরিবার
    *****


রিক্সা চালায় দুঃখী মেয়ে
পরিবার আছে পথটি চেয়ে।


১০)  বাঘ
    ****


হৃদয়ে লুকিয়ে ঘুমন্ত বাঘ
সোহাগ না পেলে দেখায় রাগ।


    ****


রচনাকাল – ১৯/১১/২০২০