মাথা গোঁজবার দিয়েছো ঠাঁই
ভুলবো না মোরা কভু
তুমিই হলে বিশ্ব পিতা
তুমিই মোদের প্রভু।


ভাঙাচোরা ঘর যাই দিয়েছো
তাতেই সবাই খুশি
কাঁদবো না আর ঠিক করেছি
যা দাও খড় ভুষি।


তোদের চোখে চোখ রেখেছি
নাই বা হলে ধনী
গোবরেও কখনো ফোঁটে পদ্মফুল
ওটাই চোখের মণি।


নতজানু হয়ে ধরেছি চরণ
আর হবে না কভু
মাথায় আছে বিধাতা পুরুষ
উনিই সবার প্রভু।


পাল্টে গেছে যুগের হাওয়া
পাল্টে গেছে সব
করজোড়ে আজ করি প্রার্থনা
থামাও কলরব।


      ******


২৭ মে ২০২৩