বুকের পাঁজরে থাকলে রোগ
সারবে কেমনে ভাই
ক্ষয় রোগেতে হবেই মরণ
শরীর বলছে যাই।


অভাবের রোগ ঢুকেছে ঘরে
যতই তোমরা হাসো
ভাঙা কুটিরের খিড়কি দিয়ে
মরণ কাশি কাশো!


শীতের দাপটে লাগবে কাঁপন
এতেই পাচ্ছ ভয়
লেপ কম্বল ছেঁড়া বিছানা
শরীরের শক্তি ক্ষয়।


গরীব জানে কঠিন শীতে
করতে হবে লড়াই
শীতের লড়াই পেটের লড়াই
থাকবে না কোনো বড়াই।


ছেঁড়া গেঞ্জিতে যায় না চাপা
শুকনো পাঁজরের হাড়
অপমান লেখা ওদের কপালে
সহজেই ধরে ঘাড়।


        *****


রচনাকাল - ২৭|১১|২০২১