গাছ কেটে করছে ফাঁকা
বনভূমি আর জঙ্গল
পাখিদের আর্তনাদ শুনতে পাচ্ছো
কার হবে এতে মঙ্গল!


গাছের বুকে করাত চালিয়ে
কী সুখ তোমরা পাও
লোভী মানুষ হেসেই বলে
গাছ কেটে সব নাও।


ওরে মূর্খ পাষাণের দল
পাতছো মরণ ফাঁদ
সেই ফাঁদেতেই পড়বে সবাই
কাঁদবি কতো কাঁদ!


নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট
বাতাসে মিশেছে বিষ
পাখিরা কাঁদে মানুষও কাঁদবে
শুকাবে ধানের শিস্।


মুক্তির পথ জানি সবাই
তবুও হারিয়েছি বিশ্বাস
মৃত্যুর ঠিকানায় পৌঁছে ভাবি
একবুক নেবো নিঃশ্বাস।


         *******


১৭ ফেব্রুয়ারি ২০২৩