আলোর দিশা পায় না খুঁজে
বুড়ো কিংবা শিশু
পায়ে বেড়ি আছে পরানো
ফুটপাতে শোয় যিশু!


পাখির ঠোঁটে কান্না লিখে
দিও না ওদের ছেড়ে
মানুষের মতো লড়াই করে
খাবে খাবার কেড়ে।


শিশু বুড়ো কিংবা জোয়ান
লুকিয়ে সবাই কাঁদে
হাসি মুখটা শুধুই মুখোশ
সব্বাই পড়েছে ফাঁদে!


ফুলের বাগান যায় শুকিয়ে
গন্ধ হারায় ফুল
মানুষ হল বুদ্ধু বোকা
শুধুই করে ভুল।


রঙিন ভুবন নতুন প্রভাত
অঙ্কুরে হবে নষ্ট
শপথ করি এই জীবনে
রুখবো যতো কষ্ট।


      ******


রচনাকাল - ১০/০২/২০২২