জীবনটা কী ক্রমশ পাখির বাসা হয়ে যাচ্ছে
নাকি তারও চেয়ে ভীষণ ছোট্ট –
সংকীর্ণ মন মানুষকে আলাদা করে দিচ্ছে।


সব্বাইকে নিয়ে যে বড় পরিবার তার আনন্দই ভিন্ন স্বাদের
পাখির বাসাতেই মানুষ সবচেয়ে বেশি সুখী হতে চায়
সুখ! সত্যিই কি জীবনের রঙ সুখের ইমারতে গড়া!


বড় পরিবারে সব্বাইকে কাছে পাবে –
ঠাকুরমা ঠাকুরদা জ্যেঠু কাকু জ্যেঠাইমা কাকিমা পিসি সব্বাই
পাখির বাসার মত ছোট্ট পরিবারে তুমি ভীষণই একা।


নরম রোদ্দুরের মত সব্বার ভালোবাসায় ভুলে যাবে একাকীত্ব
তুমি জানতেও পারবে না কীভাবে বড় হয়ে গেলে –
আদর স্নেহ মায়া মমতা বন্ধন কাকে বলে তোমরা কী জানো?


সভ্যতা! আমরা নাকি সভ্য হয়েছি, এই কী বলে সভ্যতা!
পাখির বাসার মত ছোট্ট ঘরে অ-সুখ নামক মেকি সুখ
সুখের জীবনে পরতে পরতে লুকিয়ে আছে কান্নার মহাসাগর।


     ********


রচনাকাল – ০৭/০৭/২০২১