পালকির গান থেমে গেছে
আকাশের চাঁদ শুয়ে আছে উঠোনে
পালকি বাহকদের চোখের জল শুকিয়ে গেছে
জীবিকার তাগিদে পাল্টে গেছে ওদের রুজি রুটি।


সংসার চলে না  -
বেঁচে থাকাটাই ভীষণ কঠিন
জীবন থেকে মুছে যাচ্ছে সেই মধুর ধ্বনি
হুন হুনা রে হুন হুনা ...


বর কিংবা কনে উভয়েরই জন্যে চার চাকাই
সময় বদলে গেছে, বদলে গেছে মানুষের মানসিকতা
পায়ের তলার মাটি সরে যাচ্ছে নিজেদের অজান্তে।


বিষণ্ণ বিকেল মন খারাপ করে বসে
পালকি বাহকদের কান্না কাব্য ভুলে গেছে সব্বাই
সভ্যতার শিকলে বাঁধা ওদের জীবনের গল্পগুলো -


পথ বেঁকে গেছে অন্ধকার গলির মধ্যে
জীবন থেকে হারিয়ে যাচ্ছে সুখের রংমশাল
আকাশ জুড়ে এতো রোশনাই তবুও ওদের জীবনটা আঁধারে ঢাকা।


           *****


২৩ ডিসেম্বর ২০২২