শীতের আমেজ লাগছে গায়ে
উড়ছে আকাশে পাখি
শিশির ভেজা ঘাসের বুকে
নীরব হাসি দেখি।


কুয়াশায় ঢাকা রঙিন ভুবন
হাসছে খেলার মাঠ
শিশুদের মুখে উচ্ছল হাসি
পড়বে সহজ পাঠ।


রুপোলি ধান দুলছে হাওয়ায়
কৃষক ভুলবে দুখ
পল্লী জননী দু'হাত ভরে
দিয়েছে সবার সুখ।


কুয়াশার মেঘ গিয়েছে কেটে
আকাশ হয়েছে নীল
পরিযায়ী পাখি এসেছে দুয়ারে
ভরে নি এখনো ঝিল।


শীতের পরশে কলরব করে
প্রকৃতির যতো জীব
অশনি সময় ভুলেছে মানুষ
মাথায় প্রভু শিব।


      *******


রচনাকাল - ২৪|১১|২০২১