বুকের জলপথে কোনো ফেরারি নৌকো নেই
রাতের ভাষা হারিয়ে যায় দিগন্তের মায়াজালে
মুগ্ধ বিস্ময়ে জ্যোৎস্নার খেয়ালী আলো
ছুঁয়ে যায় মনের গোপন অন্ধকার।


উজান স্রোতে হারিয়ে যাবার আনন্দই আলাদা
চাঁদের আলোয় নতুন বর্ণমালার পান্ডুলিপি খুঁজি
ঝিনুক কুড়নোর মত অস্পট অক্ষর বালুচরে জুড়ে
ভালোবাসার স্পর্শ ছুঁয়ে যায় বুকের জলপথ।


অজস্র মুক্তো লুকিয়ে তোমার শরীরী গুহায়
ডুবুরী হয়ে নেমে তন্ন তন্ন করে খুঁজে বেড়াই
নদীর চরে শুয়ে আছে লক্ষ পুরুষের লাশ
মুক্তোর লোভে ডুবছে শরীর, ভাঙছে খেলাঘর।।


          ********