গলা পর্যন্ত পাঁকে ডুবে আছে শরীর -
আর অল্প সময় বাদে পুরোপুরি ঢুকে যাবে পাঁকের মধ্যে
যেন নরকেই তলিয়ে যাচ্ছি ক্রমশ  ...


পোড়া চাঁদের মত স্বপ্নহীন ধূসর জীবন
নীল পদ্ম খুঁজতে খুঁজতে ভীষণ ক্লান্ত-
পাখির ঠোঁট থেকে কেড়ে নিতে চেয়েছি তার শিশুর খাবার।


শান্তি পাই নি কখনোও একটু শান্তির জন্যে
নিদ্রাহীন অসুখী জীবনে শুধুই দুঃখের কলরব
শরীর থেকে পাঁকের গন্ধ কীভাবে দূর হবে আজও জানি না।


পাঁক থেকে বেরিয়ে কবে করবো মুক্তির স্নান
নাকি চিরকাল বয়ে বেড়াতে হবে পঙ্কিল জীবন
উত্তর খুঁজতে খুঁজতে কঙ্কাল হয়ে যাব নিজের অজান্তেই  ...


             *******


রচনাকাল  - ০২/০৩/২০২২